Introduction to Accounting PART-1 (Class XI)
এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পরীক্ষায় আসে------------
প্রয়োগের সহজ স্তরের প্রশ্ন: [২ মার্কসের জন্য]
ক। যে ঘটনাগুলো লেনদেন নয় তার পরিমান নির্ণয় কর।খ। সম্পদের পরিমান নির্ণয় কর।
গ। দায়ের পরিমান নির্ণয় কর।
ঘ। স্বত্বাধিকারীর পরিমান নির্ণয় কর।
ঙ। সম্পদ বৃদ্ধির পরিমান ও হ্রাসের পরিমান নির্ণয় কর।
চ। দায় বৃদ্ধির পরিমান ও হ্রাসের পরিমান নির্ণয় কর।
ছ। স্বত্বাধিকারীর বৃদ্ধির পরিমান ও হ্রাসের পরিমান নির্ণয় কর।
জ। সম্পত্তিবাচক হিসাবের পরিমান নির্ণয় কর।
ঝ। ব্যক্তিবাচক বাচক হিসাবের পরিমান নির্ণয় কর।
ঞ। নামিক/ আয়-ব্যয় বাচক হিসাবের পরিমান নির্ণয় কর।
ট। প্রারম্ভিক মূলধনের পরিমান নির্ণয় কর।
প্রয়োগের মধ্যম ও কঠিন স্তরের প্রশ্ন: [৪+৪=৮ মার্কসের জন্য]
- হিসাব খাত চিহ্নিত কর।
- হিসাব খাত চিহ্নিত করে সনাতন পদ্ধতিতে শ্রেণী বিভাগ কর।
- হিসাব খাত চিহ্নিত করে আধুনিক/সমীকরণ পদ্ধতিতে শ্রেণী বিভাগ কর।
- হিসাব সমীকরণের কোন কোন উপাদানের উপর কি প্রভাব ফেলে?
- ডেবিট-ক্রেডিট নির্ণয় কর।
- নিচের প্রশ্নগুলোর উত্তর প্রায় একই!
- হিসাব সমীকরণে প্রভাব দেখাও।
- ছক আকারে হিসাব সমীকরণে প্রভাব দেখাও।
- প্রমান কর যে, A=L+OE
কোন মন্তব্য নেই