Header Ads

Header ADS

Financial Statement (আর্থিক বিবরণী) For HSC 1st Paper and SSC


প্রিয় শিক্ষার্থী,
এস, এস, সি ও এইচ, এস, সি পরীক্ষার জন্য হিসাব্বিজ্ঞানের সব থেকে গুরুত্বপূর্ণ অধায় হলো "আর্থিক বিবরণী"। উক্ত অধ্যায় থেকে ২টি প্রশ্ন থাকবে এবং দুটিরই উত্তর দিতে হয়। 

চলো শুরু করি------- with Word  + Video (Comming Soon.......... Video ) 

আন্তর্জাতিক হিসাব মান নং-০১ অনুযায়ী আর্থিক বিবরণী ৫ টি অংশে প্রস্তুত করতে হয়ঃ
১। বিশদ আয় বিবরণী
২। মালিকানা স্বত্ব বিবরণী
৩। আর্থিক অবস্থার বিবরণী
৪। নগদ প্রবাহ বিবরণী
৫। আর্থিক বিবরণীর টীকাসমূহ।

এই অধ্যায় থেকে পরীক্ষায় যেসব প্রশ্ন থাকতে পারে তার সবগুলোর উত্তরই দেওয়া সম্ভব যদি নিচের তিনটি বিবরণী তৈরি করতে পারো।
১। বিশদ আয় বিবরণীঃ
(মোট লাভ/ক্ষতি, পরিচালন লাভ/ক্ষতি, নিট লাভ/ক্ষতি নির্ণয়ের জন্য তৈরি করতে হবে বিশদ আয় বিবরণী )
২। মালিকানা স্বত্ব বিবরণীঃ
(সমাপণী মূলধন/ সমাপণী মালিকানা স্বত্ব নির্ণয়ের জন্য তৈরি করতে হবে মালিকানা স্বত্ব বিবরণী)
৩। আর্থিক অবস্থার বিবরণীঃ
(মোট সম্পদ ও মোট দায় নির্ণয়ের জন্য তৈরি করতে হবে আর্থিক অবস্থার বিবরণী)

বিশদ আয় বিবরণীর গঠনঃ
মালিকানা স্বত্ব বিবরণীঃ
আর্থিক অবস্থার বিবরণীঃ

উপরোক্ত তিনটি বিবরণী তৈরি করার পূর্বে 

নিচের বিষয়গুলো ভালো করে পড়তে হবে এবং মনে রাখতে হবেঃ


উক্ত অধ্যায়ের অনলাইন ক্লাসে শিগ্রই আসছি-----Comming Soon ............Video সাথেই থাকোন---------------------



১০টি মন্তব্য:

  1. দেনাদারারের বাট্টা সঞ্চিতি বিশদ আয় বিবরনীতে কোথায় বসবে?

    উত্তরমুছুন
  2. বিজ্ঞাপন বাবদ আয়,বিশদ আয় বিবরনিতে কোথায় বসে??

    উত্তরমুছুন

bluestocking থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.