Header Ads

Header ADS

Introduction


হিসাববিজ্ঞানের জনক(Father of Accounting):
হিসাববিজ্ঞানের জনক ইতালির নাগরিক Fra Luca Bartolomeo de Pacioli (লু্কা প্যাসিওলি) তিনি একজন গণিত শাস্ত্রবিদ ১৪৯৪ সালে হিসাবিজ্ঞানের প্রথম গ্রন্থ “Summa de Arithmetica, Geometria, Proportione et Proportionalite” ইতালীয় ভাষায় ইতালীতে প্রকাশিত হয় মূলত গ্রন্থটি গনিতের ওপর লিখিত। গ্রন্থটি ৩টি অংশে বিভক্ত।
যথাঃ ১।Arithmetica(পাটিগণিত) ২।Geometria (জ্যামিতি) ৩।Proportione(অনুপাত)
আধুনিক হিসাববিজ্ঞানের মূল ভিত্তি দুতরফা দাখিলা পদ্ধতি যা উক্ত গ্রন্থের Proportione(অনুপাত)অংশে আলোচনা করা হয়েছে
লু্কা প্যাসিওলি (১৪৪৫-১৫১৪)

হিসাববিজ্ঞানের ইতিহাস
:
হিসাববিজ্ঞানের ইতিহাস মানব সভ্যতার মতই প্রাচীন মানব সভ্যতার শুরু হতে হিসাববিজ্ঞানের প্রচলন শুরু হয় হিসাববিজ্ঞানের ইতিহাসকে ৪ ভাগে ভাগ করা যায়-
১) উন্মেষ্কাল বা উৎপত্তিকাল (সভ্যতার শুরু হতে ১৪৯৪ সালের পূর্ব পর্যন্ত)
 -এই যুগে মুদ্রা প্রচলন শুরু হয়
২) প্রাক-বিশ্লেষণ কাল (১৪৯৪ সাল থেকে ১৮০০ সাল পর্যন্ত)
- এই যুগে লুকা প্যাসিওলি কর্তৃক দু’তরফা দাখিলা পদ্ধতির উদ্ভব হয়
৩) বিশ্লেষণ কাল (১৮০১ সাল থেকে ১৯৫০ সাল পর্যন্ত)
- এই যুগে হিসাববিজ্ঞানের সহায়ক হিসেবে নিরিক্ষা শাস্ত্র, কোম্পানি আইন, আয়কর, উৎপাদন হিসাববিজ্ঞান, সামাজিক হিসাববিজ্ঞান, ব্যবস্থাপকীয় হিসাববিজ্ঞান, সরকারি হিসা্ব ব্যবস্থা ইত্যাদি প্রণীত হয়
৪) আধুনিক কাল (১৯৫১ সাল থেকে বর্তমান পর্যন্ত)
- এই যুগে বিশ্বের সকল দেশে প্রস্তুতকৃত আর্থিক বিবরণী মান যাতে একই রকমের হয় সেজন্য হিসাবমান তৈরি ও তার ব্যবহার বৃদ্ধির জন্য ১৯৭৩ সালে আন্তর্জাতিক হিসাবমান কমিটি গঠন হয়।

হিসাববিজ্ঞানের উদ্দেশ্যঃ
হিসাববিজ্ঞানের প্রধান উদ্দেশ্য সংশ্লিষ্ট পক্ষের আর্থিক তথ্য সরবরাহকরা। এছাড়াও প্রতিষ্টানে সংঘটিত লেনদেনগুলোকে স্থায়ীভাবে লিপিবদ্ধ করা, সংরক্ষন করা এবং নির্দিষ্ট সময় শেষে ব্যবসায়ের লাভ-ক্ষতি নিরূপণ ও সঠিক আর্থিক অবস্থা প্রকাশ করাও হিসাববিজ্ঞানের উদ্দেশ্য।

কোন মন্তব্য নেই

bluestocking থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.